Header Ads

'শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে'!

'শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে'!



কোথাও অনুচিত দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন শ্রীলেখা মিত্র। সেই সঙ্গে ঝাড়েন ক্ষোভ। ছাড় দেন না কাউকে। পাশাপাশি স্পষ্ট বলেন তিনি। এজন্য অবশ্য বিড়ম্বনায় পড়তে হয়। 

মাঝে মাঝেই তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়। এতে ত্যক্ত বিরক্ত অভিনেত্রী দিলেন কড়া জবাব। জানালেন, একসঙ্গে পাঁচজন প্রয়োজন হয় তার।

কোনও এক সময় কোনও কথার প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন 'একসঙ্গে পাঁচজন দরকার' তার। সেই উক্তিকে নানাভাবে প্রচার করা হচ্ছে। এবার সেই বিকৃত পোস্টগুলোরই কটাক্ষ করে জবাব দিলেন শ্রীলেখা।

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে তিনি খাটে শুয়ে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার চারপেয়ে সন্তানেরা। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে।' 

ফলে তিনি বাড়িতে যে সত্যিই পাঁচজনের সঙ্গে থাকেন সেটা দেখিয়ে দিলেন আর এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। তার পোষ্য।

No comments

Timeline

কোরআনের উদ্ধৃতি দিয়ে গণহত্যার বিরোধীতা করেন সেনাকর্তারা: দ্যা উইক

  দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী ব...

Powered by Blogger.