Header Ads

বাংলাদেশি দর্শকদের নিয়ে যা বললেন কুরুলুস উসমানের নায়ক বুরাক!

 

Osman Bey

      ছবিটি টিআরটি থেকে সংগ্রহীত।

বাংলাদেশে এসেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট। ‘কুরুলুস উসমান’ সিরিজের এই নায়ক বাংলাদেশে বেশ জনপ্রিয়। আর তাকে এক নজর দেখার জন্য রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত একটি প্রতিষ্ঠানের শোরুমে ভিড় জমান অসংখ্য দর্শক।

রোববার (২৬ মে) বিকেলে প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়কের একপাশ অনেকটা অবরোধের মতো দেখা যায়। এই ভিড় হওয়ার কারণ অবশ্য তুরস্কের সুপারস্টার বুরাক নিজেই। এর আগে গত ১৬ মে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছিলেন এ অভিনেতা।

বুরাক অ্যাজিভিট তার কথা অনুযায়ী গত ২৪ মে ঢাকায় পৌঁছান এবং অবস্থান করেন রাজধানীর রেডিসিন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে।

এদিকে ঢাকায় আসার পর ভক্ত ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তুরস্কের অভিনেতা বুরাক। তিনি বলেন, বাংলাদেশে তুরস্কের সিরিজগুলো অনেক জনপ্রিয়। এর মধ্যে ‘কুরুলুস উসমান’ ব্যতিক্রম, এটা কী সত্য নয়?


তুরস্কের এ অভিনেতা বলেন, আমি বলতে চাই, আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন, আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। আমি অনেক সিরিজেই কাজ করেছি। কিন্তু সেসবের মধ্যে আপনারা ‘কুরুলুস উসমান’ সিরিজকে বেশি পছন্দ করেছেন। আর আমি যে চরিত্রেই কাজ করি না কেন, তাতে নিরাপত্তা বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।

বুরাক অ্যাজিভিট বলেন, আমি অনেক দেশে গিয়েছি, পাকিস্তান, ভারত গিয়েছি। সেসব দেশে বাংলাদেশের মতো এত ক্রেজি ফ্যান দেখিনি। আমরা যে ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের সঙ্গেই কোলাবোরেশন করি না কেন তাতে বিশ্বস্ততা অর্জন করা গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা তুর্কি থেকে সবচেয়ে বিশ্বস্ত একটি ব্র্যান্ড নিয়ে এসেছি। আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তিনি বলেন, তিনদিন ধরে শুটিং করেছি, অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এ ব্যাপারে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আমাকে। আপনারা বিশ্বাস করেন, আমরাও ভীষণ পছন্দ করি আপনাদের। আপনারা আমাদের সিরিজগুলো দেখেন, এ জন্য সত্যিই আনন্দিত আমি।

প্রসঙ্গত, উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় ‘কুরুলুস উসমান’-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। আবার সুলতান সুলেমান সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে তুরস্কের সেসব সিরিজ খুবই জনপ্রিয়। আর সম্রাট উসমানের নামেই বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছেন তুরস্কের সুপারস্টার বুরাক অ্যাজিভিট।

No comments

Timeline

কোরআনের উদ্ধৃতি দিয়ে গণহত্যার বিরোধীতা করেন সেনাকর্তারা: দ্যা উইক

  দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী ব...

Powered by Blogger.