Header Ads

সবার শেষে বিশ্বকাপ দল ঘোষণা করেও বিপাকে পাকিস্তান!

 

Pakistan Team

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৫ দিন। এখনও যেন পাকিস্তান দলের সমস্যার সমাধান মিলেনি। বিশ দলের এই আসরে সবার শেষে দল ঘোষণা করেছে পিসিবি। বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। তবুও সমালোচন পিছু ছাড়ছে না ম্যান ইন গ্রিনদের।

পাকিস্তানের নতুন এই সমস্যা নাম সহ-অধিনায়ক। বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলেও কোনো সহ-অধিনায়ক রাখছে না পিসিবি। যদিও কয় দিন আগেই সহ-অধিনায়কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি এমন খবর প্রচার হয়েছিল দেশটির বিভিন্ন গণমাধ্যমে। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, সহ-অধিনায়কের জন্য কারো নাম বা কারো কাছেই প্রস্তাবই দেয়নি তারা!  

গত ২৪ মে বাবর আজমকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গুঞ্জন উঠেছিল সেই দলের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো শাহিন আফ্রিদিকে। তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে।

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সহ-অধিনায়ক হবার দৌড়ে পছন্দের তালিকায় আরও দুজন ছিলেন। তারা হলেন অলরাউন্ডার শাদাব খান ও উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পিবিসি এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মতামত প্রকাশ করেছে। তাদের ভাষ্যমতে এই বিশ্বকাপের জন্য শাহিন আফ্রিদি কেন, কাউকেই নাকি বোর্ড থেকে সহ-অধিনায়ক হবার প্রস্তাব দেয়া হয়নি। তারা আরও জানায়, দলের মধ্যে এখন কোনো মতবিরোধ নেই। বিশ্বকাপকে সামনে রেখে দলের সকলের লক্ষ্য এখন এক এবং তারা এখন তা নিয়েই কাজ করছে। 

No comments

Timeline

কোরআনের উদ্ধৃতি দিয়ে গণহত্যার বিরোধীতা করেন সেনাকর্তারা: দ্যা উইক

  দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী ব...

Powered by Blogger.