Buker Majhe Chin Chin Kore song lyrics (বুকের মাঝে চিন চিন করে)
Original Credits Goes to : Song Name – Jodi Hatta Dhoro Singer – Imran & Bristy Lyrics – Faisal Rabbikin Tune & Music Composition – Imran Mahmudul
Lyrics:
ভালোবেসে যদি হাতটা ধরো
ছেড়ে দেবো যে সবই
কাছে এসে জড়িয়ে রাখো
ভুলে যাবো পৃথিবী
বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে?
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা
প্রেম কি বলো এমনি?
নীরবে যে, গোপনেতে তারই শুধু
ভাবনাতে ঘুমহীন কাটে রজনী
প্রেম কি বলো এমনি?
নীরবে যে, গোপনেতে তারই শুধু
ভাবনাতে ঘুমহীন কাটে রজনী
বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে?
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা
কান পেতে কি শোনোনি?
মনের কথা, আকুলতা সবই যেন
জমে আছে দেবো সঁপে, আশা ছাড়িনি
কান পেতে কি শোনোনি?
মনের কথা, আকুলতা সবই যেন
জমে আছে দেবো সঁপে, আশা ছাড়িনি
বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে?
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা
No comments