Header Ads

Shakib Khan Toofan : প্রকাশ্যে শাকিবের ‘তুফান’–এর টিজার, কী বলছেন ভারতের ইউ টিউবাররা?

 


প্রকাশিত হল শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘তুফান’-এর টিজার। এবারে শাকিব খানকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে। ইতিমধ্যেই দুই বাংলা ঝড় তুলেছে ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজার। একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘তুফান’। জানা গিয়েছে, আগামী ইদ-উল আজহায় মুক্তি পাবে রায়হান রফি পরিচালিত সিনেমা ‘তুফান’।


সবকিছু ঠিক থাকলে আগামী ইদ-উল আজহায় মুক্তি পাবে রায়হান রফি পরিচালিত সিনেমা ‘তুফান’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘তুফান’-এর টিজার। এই টিজারে শাকিবকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে। ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজার ইতিমধ্যেই ঝড় তুলেছে।


কী আছে টিজারে?
জানা গিয়েছে, একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘তুফান’। যে টিজার
প্রকাশিত হয়েছে তাতে শাকিব খানকে একেবারে অন্যরকম লুক এবং অ্যাকশনে অভিনয় করতে দেখা গিয়েছে। ওই টিজারে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র হাতে প্রবেশ করছেন শাকিব। সেখানে তাকে বলতে শোনা যায়, 'এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এক্তিয়ার কেউ রাখিবে না।' তাতেই পাওয়া গিয়েছে চঞ্চল চৌধুরীকে। সেখানে অট্টহাসি হেসে তিনি বলছেন ‘তুফান, খুব ভয় পাইছি রে ’। চরকি ও আলফা আই, এবং এসভিএফ-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুফান’। এই সিনেমায় থাকছেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। তবে টিজারে এই দুজনকে দেখা যায়নি। 


মুগ্ধ তুফানে
টিজার প্রকাশের পরে দুই বাংলাতে ‘তুফানি’ ঝড় তৈরি হয়েছে। টিজার দেখেই সবাই প্রশংসা করছেন। আর পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও ‘তুফান’-এর টিজারে মুগ্ধ। আলাদা করে ভিডিয়ো বানিয়ে টিজারের প্রশংসা করেছেন তাঁরা। টিজার দেখার পরে কলকাতার জনপ্রিয় ইউটিউবার অরিত্র বন্দ্যোপাধ্যায় বলেন বলেন, 'শাকিব খানের সুপারস্টার ইমেজ রায়হান রাফি যেভাবে তুলে ধরেছেন, সেটা আগে দেখা যায়নি।' তাঁর মতে, এই টিজারে শাকিব খানের অভিনেতা সত্তাকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। টিজারের শেষ দিকে দেখা গিয়েছে, বাথটবে বসে আসেন শাকিব এবং চারদিকে আগুন জ্বলছে। এই দৃশ্যর ব্যাপক প্রশংসা করেছেন তিনি। টিজারে কয়েক সেকেন্ড দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে। তাতেই এই অভিনেতা নিজের জাত চিনিয়েছেন বলে জানান অরিত্র। একই রকম প্রশংসা করা হয়েছে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘রূপমস রিভিউ’-তে। সেখনে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে যত বড় তারকার সিনেমার টিজার এসেছে, তার থেকে এটা অনেক গুণ এগিয়ে।' এই চ্যানেলের রূপমের মতে রফির কাছে থেকে শেখা উচিত অন্য পরিচালকদের। কম বাজেটের সিনেমাতেও যে অন্যরকম লুক দিয়ে সবার নজর টানা যায় সেটা দেখানো হয়েছে।

একই রকম প্রশংসা করেছেন আরেক ইউটিউব চ্যানেল ‘আর্টিস্টিক সেভেন সেন্স’-এর সাগরনীলও। সবার মতে, এই সিনেমা যে দর্শক টানবে সেটা টিজার দেখেই বোঝা গিয়েছে।


No comments

Timeline

কোরআনের উদ্ধৃতি দিয়ে গণহত্যার বিরোধীতা করেন সেনাকর্তারা: দ্যা উইক

  দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী ব...

Powered by Blogger.